অবসাদ আর চোটের কারণেই বায়ার্নের হার

খেলোয়াড়দের অবসাদগ্রস্ততা আর চোটকেই পোর্তোর কাছে হেরে যাওয়ার মূল কারণ মনে করেন বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কর্মকর্তা কার্ল-হাইঞ্জ রুমেনিগে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2015, 03:26 PM
Updated : 16 April 2015, 03:26 PM

বুধবার পোর্তোর মাঠ থেকে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের ম্যাচটি ৩-১ গোলে হেরে আসে বায়ার্ন।

চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি আরিয়েন রবেন, ফ্রাঙ্ক রিবেরি, বাস্টিয়ান শোয়ইনস্টাইগার ও দাভিদ আলাবা। এমনকি গোলরক্ষক বাদে মাত্র ১৫ জন আউটফিল্ড খেলোয়াড় নিয়ে পোর্তোতে যেতে হয় বায়ার্নকে।

এইসব কারণেই পোর্তো থেকে হেরে আসলেও রুমেনিগে তা মেনে নেন।

"আমি দলের সমালোচনা করতে প্রস্তুত নই। এই মুহূর্তে আমাদের ১৩ বা ১৪ জন খেলোয়াড় সুস্থ আছে এবং তারা সপ্তাহে তিনবার খেলছে।"

সুস্থ থাকা খেলোয়াড়দের ওপর বেশি চাপ পড়ছে বলেই তারা অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন বলে মনে করেন রুমেনিগে।

"এমন দিন আসে, যখন আপনি কিছুটা ক্লান্ত হয়ে পড়বেন; তখন আপনার পা ভারী হয়ে আসছে বলে মনে হবে এবং কিছু মনোযোগের অভাব হবে।"

হারের দায় খেলোয়াড়দের দিচ্ছেন না কোচ পেপ গার্দিওলাও।

"আমি দলকে নিয়ে পুরো হতাশ নই। আমরা সবকিছুই চেষ্টা করেছি এবং কিন্তু এমন একটি শারীরিক শক্তির দলের বিপক্ষে এটা সহজ নয়।"