আরও ভালো ফল চেয়েছিলেন রিয়াল কোচ

আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্রয়ে খুশি নন কার্লো আনচেলত্তি। প্রথমার্ধে অসাধারণ ফুটবল খেলার পর তার দলের আরও ভালো ফল প্রাপ্য ছিল বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ। দ্বিতীয় লেগে শিষ্যদের কাছ থেকে প্রথমার্ধের এই খেলাটাই চান তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2015, 08:43 AM
Updated : 15 April 2015, 08:43 AM

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে আতলেতিকোর মাঠ ভিসেন্তে কালদেরন থেকে গোলশূন্য ড্র নিয়ে ফেরে রিয়াল মাদ্রিদ। 
 
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আনচেলত্তি এই ফলে খুশি না হওয়ার কথা জানান। 
 
“আমি মনে করি, আমাদের প্রথমার্ধের পারফরম্যান্সের কারণে ০-০ ফলের চেয়ে ভালো কিছু প্রাপ্য ছিল।”
 
প্রথমার্ধে অসাধারণ চারটি ‘সেভ’ করে রিয়ালকে গোলবঞ্চিত রাখেন আতলেতিকোর স্লোভেনিয়ার গোলরক্ষক ইয়ান ওবলাক। ম্যাচ শেষে প্রতিপক্ষ এই গোলরক্ষকের প্রশংসা করেন আনচেলত্তি। 
 
“আমরা প্রথমার্ধে (আতলেতিকোর রক্ষণে ফাটল ধরানোর কাজটা) করতে পেরেছি। কিন্তু ওবলাক দারুণ পারফর্ম করেছে।”
 
কোচের সঙ্গে কন্ঠ মিলিয়ে ওবলাকের প্রশংসা করেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক ও গোলরক্ষক ইকের কাসিয়াসও। 
 
“আমরা অসাধারণ ওবলাকের মুখোমুখি হয়েছি।”
এই ফলের পরও সেমি-ফাইনালের আশা ছাড়েননি রিয়াল মাদ্রিদ কোচ। তবে আশা পূরণের জন্য শিষ্যদের প্রতি একটা নির্দেশনা আছে তার। 
 
“আমাদের পুরো দ্বিতীয় পর্বটা (এই ম্যাচের) প্রথম ৪৫ মিনিটের মতো খেলতে হবে।”