বিশ্বকাপের বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

রাশিয়ায় ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের বাছাইয়ে ‘কঠিন’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এশিয়ান কাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে বাংলাদেশের ‘বি’ গ্রুপে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2015, 02:22 PM
Updated : 14 April 2015, 02:22 PM

মঙ্গলবার মালয়েশিয়ায় বিশ্বকাপের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ে বাংলাদেশের গ্রুপে পড়েছে ব্রাজিল বিশ্বকাপে খেলা শক্তিশালী অস্ট্রেলিয়া, জর্ডান, তাজিকিস্তান ও কিরঘিজস্তান।

৪০টি দল মোট আট গ্রুপে ভাগ হয়ে জুন থেকে শুরু হতে যাওয়া এই বাছাই পর্বে খেলবে। খেলাগুলো হোম ও অ্যাওয়ে ভিত্তিতে হবে।

আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ের এশিয়া অঞ্চলের পরের পর্বের উঠবে।

আবার এই ১২ দল সরাসরি এশিয়ান কাপের পরের আসরে সরাসরি খেলার টিকেট পাবে। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়ান কাপের পরের আসর।

‘এ’ গ্রুপে আছে সৌদি আরব, ফিলিস্তিন, পূর্ব তিমুর, মালয়েশিয়া ও এশিয়ান কাপের পরের আসরের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। চীন, হংকং, মালদ্বীপ, কাতার ও ভুটান-এই পাঁচ দল নিয়ে ‘সি’ গ্রুপ।

‘ডি’ গ্রুপে আছে ভারত, ইরান, ওমান, তুর্কেমেনিস্তান ও গুয়াম।

এশিয়ান ফুটবলের বড় দল জাপান পড়েছে ‘ই’ গ্রুপে; তাদের গ্রুপ সঙ্গী হয়েছে সিরিয়া, আফগানিস্তান, সিঙ্গাপুর ও কম্বোডিয়া।

‘এফ’ গ্রুপে ইরাকের সঙ্গে আছে ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও তাইওয়ান। ‘জি’ গ্রুপে এশিয়ান কাপের রানার্সআপ দক্ষিণ কোরিয়ার সঙ্গে আছে লেবানন, মিয়ানমার, কুয়েত ও লাওস। আর উজবেকিস্তান, উত্তর কোরিয়া, ইয়েমেন, বাহরাইন ও ফিলিপাইন ঠাঁই পেয়েছে ‘এইচ’ গ্রুপে।

১১ জুন থেকে শুরু হবে এই বাছাই পর্বের খেলা।