ব্যালন ডি’অরের সমালোচনায় মরিনিয়ো

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের সমালোচনা করেছেন জোসে মরিনিয়ো। বিশ্ব ফুটবলে এটা নেতিবাচক প্রভাব ফেলছে বলেই মনে করেন চেলসির এই পর্তুগিজ কোচ। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2015, 09:17 AM
Updated : 11 April 2015, 05:41 AM

এর আগে আর্সেনালের কোচ আর্সেন ভেঙ্গারও ব্যালন ডি’অরের সমালোচনা করেন। সেই প্রসঙ্গ টেনে টেলিগ্রাফের ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে মরিনিয়ো বলেন, “আমার মনে হয়, ভেঙ্গার কিছু বলেছেন; যেটা কৌতুহল উদ্দীপক।”

ভেঙ্গারের সঙ্গে মতৈক্য প্রকাশ করে চেলসি কোচ বলেন, "তিনি (ভেঙ্গার) ব্যালন ডি’অরের বিপক্ষে এবং আমি মনে করি, তিনি ঠিক। কারণ, ফুটবল এখন ব্যক্তির ওপর বেশি মনোযোগ দিতে গিয়ে দলীয় খেলার ধারণা কিছুটা হারিয়ে ফেলছে।”
 

চারটি ভিন্ন দেশের ক্লাবের হয়ে কোচ হিসেবে ৭টি লিগ শিরোপা জেতা মরিনিয়ো ফুটবলে ব্যক্তি নৈপুণ্যের চেয়ে দলীয় খেলার ওপরই বেশি গুরুত্ব দেন। 
“আমার কাছে, ফুটবল দলীয় খেলা। দলকে আরও ভালো করতে ব্যক্তি নৈপুণ্যকে স্বাগতম, কিন্তু আপনাকে আমাদের (দলের) জন্যই কাজ করতে হবে।”