লা লিগার ম্যাচে মেসিকে পাওয়ার আশা পিকের

সেল্তা ভিগোর বিপক্ষে স্পেনের লা লিগার ম্যাচের আগে লিওনেল মেসি চোট থেকে পুরোপুরি সেরে উঠবেন বলে আশা করছেন বার্সেলোনার ডিফেন্ডার জেরার্দ পিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2015, 09:30 AM
Updated : 2 April 2015, 09:30 AM

সেল্তা ভিগোর মাঠে বার্সেলোনা খেলতে যাবে, ম্যাচটি হবে রোববার। এর আগে বুধবার মেসিকে এই ম্যাচে পাওয়ার আশার কথা বলেন পিকে।
 
“আমি মেসিকে নিয়ে আশাবাদী, আমি তার সঙ্গে কথা বলেছি।”
 
স্পেনের লা লিগায় এখন পর্যন্ত এ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা মেসি সম্প্রতি আর্জেন্টিনার খেলা দুটি প্রীতি ম্যাচের একটিতেও খেলতে পারেননি।
 
ডান পায়ের চোটের কারণে গত শনিবার এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি মেসি। দলের সেরা তারকাকে ছাড়াই অবশ্য এল সালভাদরের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা।
 
এরপর মঙ্গলবার ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচেও খেলতে পারেননি মেসি। এই ম্যাচে ২-১ গোলের জয় পায় জেরার্দো মার্তিনোর দল।
 
রিয়াল মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ ক্লাসিকোয় ডান পায়ে চোট পেয়েছিলেন মেসি। মার্তিনো তাই কোপা আমেরিকার আগে মেসিকে খেলানোর ঝুঁকি নেননি।
 
আগামী ১১ জুন থেকে ৪ জুলাই চিলিতে বসবে লাতিন আমেরিকা ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকা।