নেদারল্যান্ডসের কাছে আবার স্পেনের হার

বিশ্বকাপে লজ্জার হারের প্রতিশোধ নিতে পারল না স্পেন। মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ২-০ গোলে হেরে গেছে ভিসেন্তে দেল বস্কের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2015, 02:46 AM
Updated : 1 April 2015, 02:47 AM

ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে হারের লজ্জায় ডুবেছিল তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। গত বছরের সেই তিক্ত স্মৃতি ম্যাচের প্রথম ১৬ মিনিটের মধ্যেই আবার দলটিকে মনে করাল ডাচরা।
 
আমস্টারডাম অ্যারেনায় ম্যাচের ১৩তম মিনিটে ভেসলি স্নেইডারের ক্রস থেকে স্টেফান ডি ভ্রেইয়ের হেডে এগিয়ে যায় ডাচরা। তিন মিনিট পরেই ব্যবধান বাড়ান ডাভি ক্লাসেন।
 
৫৪তম মিনিটে ব্রুনো মার্টিন্স ইন্ডি হেডে সহজ গোলের সুযোগ না হারালে আরও বড় ব্যবধানে জিততে পারতো গাস হিডিংকের দল।
 
২০০৮ সালে স্পেনের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম একই দলের কাছে দুইবার হারলেন ম্যাচে কিছুটা পরীক্ষামূলক দল নামানো দেল বস্ক।
 
ম্যাচের পর সংবাদ সম্মেলনে গোল করতে না পারাটা আর শুরুর ধাক্কাটাকে হারের কারণ হিসেবে ধরলেন দেল বস্ক।
 
“মনে হচ্ছিল, আমাদের পক্ষে গোল করা অসম্ভব হয়ে পড়েছে। প্রথম ২০ মিনিটই আমাদের পেছনে ফেলে দিয়েছে। পরে আমরা খেলার নিয়ন্ত্রণ নেই, প্রভাব বিস্তার করি এবং গোলের সুযোগ তৈরি করি; কিন্তু আমরা কেবল গোলটাই পাচ্ছিলাম না।”
 
তুরিনে মঙ্গলবার অন্য একটি প্রীতি ম্যাচে ইংল্যান্ড ও ইতালি ১-১ গোলে ড্র করেছে।