ইকুয়েডর ম্যাচেও মেসিকে নিয়ে অনিশ্চয়তা

এবার ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচেও লিওনেল মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর্জেন্টিনা কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছেন, চোট থেকে পুরোপুরি সেরে না উঠলে মেসিকে খেলানোর কোনো ঝুঁকি নেবেন না তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 11:37 AM
Updated : 31 March 2015, 11:37 AM

আর্জেন্টিনা ফরোয়ার্ডের চোটের প্রসঙ্গ টেনে মার্তিনো বলেন, “যদি সে এভাবেই (চোট সেরে না ওঠে) থাকে, তাহলে মঙ্গলবারও খেলবে না।”

মঙ্গলবার নিউ জার্সিতে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়নরা আসন্ন কোপা আমেরিকার প্রস্তুতির জন্য প্রীতি ম্যাচগুলো খেলছে।

ডান পায়ের চোটের কারণে গত শনিবার এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি মেসি। দলের সেরা তারকাকে ছাড়াই অবশ্য এল সালভাদরের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ ক্লাসিকোয় ডান পায়ে চোট পেয়েছিলেন মেসি। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছিল, আর্জেন্টিনার হয়ে খেলতে কোনো সমস্যা নেই টানা চারবারের বর্ষসেরা তারকার। তবে মার্তিনো জানান, এ মুহূর্তে মেসিকে খেলানোর ঝুঁকি নিতে চান না।

আগামী ১১ জুন থেকে ৪ জুলাই চিলিতে বসবে লাতিন আমেরিকা ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকা।