সার্বিয়াকে হারিয়ে গ্রুপ শীর্ষে পর্তুগাল

ইউরোর বাছাইয়ে নিজেদের গ্রুপের শীর্ষে উঠে এসেছে পর্তুগাল। রোববার রাতে ঘরের মাঠে সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2015, 06:05 AM
Updated : 30 March 2015, 06:05 AM

আলবেনিয়ার কাছে হেরে বাছাইপর্ব শুরু করার পর দায়িত্ব নেয়া কোচ ফের্নান্দো সান্তোসের অধীনে প্রতিযোগিতামূলক লড়াইয়ে টানা তিন ম্যাচ জিতল পর্তুগাল।
 
পর্তুগালের রাজধানী লিসবনে ম্যাচে স্বাগতিকদের দুটি গোলই করেন ডিফেন্ডাররা। দশম মিনিটে ফাবিও কোয়েন্ত্রাওয়ের ক্রসে হেড করে দলকে প্রথম এগিয়ে দেন মোনাকোর খেলোয়াড় রিকার্দো কারভালহো। 
 
দ্বিতীয়ার্ধের ষষ্ঠদশ মিনিটে চেলসির মিডফিল্ডার নেমানিয়া মাতিচ গোলটি শোধ করে দেন। তবে এর দুই মিনিট পরেই রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার কোয়েন্ত্রাওয়ের গোলে ফের এগিয়ে যায় পর্তুগাল। শেষ পর্যন্ত ওই গোলেই জয় নিশ্চিত হয় রোনালদোদের।
 
এই জয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে ওঠা পর্তুগালের পয়েন্ট ৪ ম্যাচে বেড়ে হলো ৯। দ্বিতীয় স্থানে থাকা ডেনমার্কের পয়েন্ট ৭।