মেসিকে নিয়ে হঠাৎ অনিশ্চয়তা

আর্জেন্টিনা-এল সালভাদর প্রীতি ম্যাচে লিওনেল মেসির খেলা নিয়ে হঠাৎ করেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। গণমাধ্যমে আসা খবর সত্যি হলে গাঁটের টাকা খরচ করে টিকেট কেনা যুক্তরাষ্ট্রের ফুটবল সমর্থকদের হতাশই হতে হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2015, 11:23 AM
Updated : 28 March 2015, 11:24 AM

বার্সেলোনার এই ফরোয়ার্ড শুক্রবার অনুশীলন না করায় ইউরোপের একাধিক গণমাধ্যমে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছে। তারা জানায়, পায়ের পুরোনো চোটের কারণে যুক্তরাষ্ট্রের প্রীতি ম্যাচে নাও খেলতে পারেন মেসি।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ ক্লাসিকোয় ডান পায়ে চোট পেয়েছিলেন মেসি। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছিল, আর্জেন্টিনার হয়ে খেলতে কোনো সমস্যা নেই টানা চারবারের বর্ষসেরা তারকার।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শনিবার এল সালভাদরের বিপক্ষে বাংলাদেশ সময় রাত আড়াইটায় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

কোপা আমেরিকার প্রস্তুতি পর্বে আগামী মঙ্গলবার নিউ জার্সিতে ইকুয়েডরের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১১ জুন থেকে ৪ জুলাই চিলিতে বসবে লাতিন আমেরিকা ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকা।