জয়রথেই আছে ইংল্যান্ড

ইউরো চ্যাম্পিয়নশিপ ২০১৬-এর বাছাই পর্বে জয়রথেই আছে ইংল্যান্ড। লিথুনিয়াকে হারিয়ে টানা পঞ্চম জয় পেয়েছে রয় হজসনের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2015, 06:18 AM
Updated : 28 March 2015, 06:18 AM

ঘরের মাঠ ওয়েম্বলিতে শুক্রবার ইংল্যান্ডের জয়টি ৪-০ ব্যবধানের। ওয়েইন রুনি, ড্যানি ওয়েলবেক, রাহিম স্টার্লিং ও হ্যারি কেইন ইংল্যান্ডের জয়ে একটি করে গোল করেন।

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ষষ্ঠ মিনিটে দলকে এগিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড রুনি। আর প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েলবেক।

৫৮তম মিনিটে স্টার্লিংয়ের লক্ষভেদে ব্যবধান আরো বাড়িয়ে নেওয়ার পর ইংল্যান্ড স্কোরলাইন ৪-০ করে নেয় টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড কেইনের গোলে। স্টার্লিংয়ে ক্রসে নিখুঁতভাবে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন অভিষেক ম্যাচ খেলতে নামা কেইন।

টানা পঞ্চম জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের তালিকায় শীর্ষে রয়েছে ইংল্যান্ড। শুক্রবার রাতে স্যান ম্যারিনোকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া স্লোভেনিয়া ৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে রয়েছে।

এদিকে ‘জি’ গ্রুপের খেলায় জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ২-০ ব্যবধানে মলদোভাকে হারিয়েছে সুইডেন। এ জয়ে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা।