বার্সা ছেড়ে কাতারের ক্লাবে চাভি

বার্সেলোনার সঙ্গে প্রায় দেড় যুগের সম্পর্ক শেষ করে কাতারের আল সাদ স্পোর্টস ক্লাবে যোগ দিতে যাচ্ছেন চাভি এরনান্দেস। ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন স্পেনের এই তারকা মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2015, 05:45 PM
Updated : 26 March 2015, 05:45 PM

কাতারের ক্লাবটির সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী তিন বছর শেষে আরও এক বছর খেলার সুযোগ থাকছে চাভির সামনে। প্রতি বছরে তিনি বেতন পাবেন ১ কোটি ইউরো। 
 
স্পেনের সাবেক তারকা স্ট্রাইকার রাউল গনসালেসও এই ক্লাবে খেলেছেন। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত এখানে খেলেন গনসালেস।
 
চাভির বার্সেলোনা ছাড়ার খবরটা অবশ্য নতুন নয়। গত মৌসুমের শেষেই কাতালুনিয়া ক্লাবটি ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে দলটির নতুন কোচ লুইস এনরিকের সঙ্গে আলোচনা করে চলতি মৌসুমটা থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন বার্সেলোনার হয়ে সাতশর বেশি ম্যাচ খেলা চাভি।
 
স্পেনের ক্রীড়া দৈনিক এএস তাদের প্রতিবেদনে আরও জানায়, কাতারে আগামী তিন বছর খেলার পাশাপাশি কোচিং নিয়ে পড়ালেখাও করবেন তিনি।
 
১৯৯৮ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত ক্লাবটির হয়ে ৩টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ক্লাব বিশ্বকাপ এবং সাতবার লা লিগা সহ অনেক শিরোপা জেতেন চাভি।