কাম্প নউতে স্প্যানিশ কাপের ফাইনাল

স্প্যানিশ কাপের এবারের ফাইনাল হবে বার্সেলোনার মাঠ কাম্প নউতে। স্পেনের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2015, 07:43 AM
Updated : 26 March 2015, 07:43 AM

গত বুধবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন কোপা দেল রের ফাইনালের ভেন্যু হিসেবে কাম্প নউকে ঠিক করে। আগামী ৩০ মে এ মাঠে শিরোপার লড়াইয়ে নামবে বার্সেলোনা ও আথলেতিক বিলবাও।

এর আগে তিনবার বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে কোপা দেল রের ফাইনাল হয়েছে। তবে এর মধ্যে একবারই ফাইনাল খেলে তারা। ১৯৬২-৬৩ মৌসুমের সেই আসরে শিরোপা জেতে এই আসরের সর্বোচ্চ ২৬ বারের চ্যাম্পিয়নরা।

১৯৬৯-৭০ ও ২০০৯-১০ মৌসুমে কাম্প নউতে কোপা দেল রের ফাইনাল হলেও এই দুই আসরের ফাইনালে উঠতে পারেনি বার্সেলোনা।

বার্সেলোনা এবার কোপা দেল রের ২৭তম শিরোপার জন্য লড়বে। অন্যদিকে বার্সেলোনার পরই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল আথলেতিক বিলবাওয়ের লক্ষ্য ২৪তম শিরোপা জেতা।