পোডলস্কির গোলে জার্মানির রক্ষা

আর্সেনাল থেকে ধারে ইন্টার মিলানে যোগ দেওয়ার পর থেকে ক্লাব ফুটবলে একটু যেন ম্লান লুকাস পোডলস্কি। তবে এই ফরোয়ার্ডের শেষ দিকের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ড্র করেছে জার্মানি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2015, 05:40 AM
Updated : 26 March 2015, 05:42 AM

বুধবার দেশের মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র করে জার্মানি।

ম্যাচের ১৭তম মিনিটে জার্মানিকে এগিয়ে নেন মার্কো রয়েস। ঠিক দুই বছর পর জার্মানির জার্সিতে গোল পেলেন এই ফরোয়ার্ড। তবে দুই অর্ধের দুই গোলে জার্মানিকে পেছনে ফেলে অস্ট্রেলিয়া।

৪০তম মিনিটে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান জেমস ট্রোইসি। ৫০তম মিনিটে তাদের এগিয়ে দেন মাইল জেডিনাক। সবশেষ পাঁচটি প্রীতি ম্যাচে এই নিয়ে ৯ গোল খেল জার্মানি।

বদলি হিসেবে নেমে ৮১তম মিনিটে দলকে ড্র এনে দেওয়া গোলটি করেন পোডলস্কি। জার্মানির জার্সি গায়ে এটি ছিল তার ৪৮তম গোল।

ম্যাচ শেষে পোডলস্কির প্রশংসায় পঞ্চমুখ হন কোচ ইওয়াখিম লুভ।

"আমি জানি, লুকাসের দারুণ গুণ আছে। নিজের প্রতিভার সদ্ব্যবহার সবসময় করতে পারে সে। আমরা তার পেছনে আছি।"