গোল উদযাপন নিয়ে বিপাকে রোনালদো

সর্বশেষ ক্লাসিকোয় ক্রিস্তিয়ানো রোনালদোর গোল উদযাপনের ভঙ্গি ভালো চোখে দেখছেন না লা লিগার সভাপতি। এ কারণে পর্তুগিজ ফরোয়ার্ডের জরিমানা হওয়া উচিত বলে জানান তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2015, 11:59 AM
Updated : 25 March 2015, 11:59 AM

কাম্প নউতে গত রোববার ক্লাসিকোয় মুখোমুখি হয় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ম্যাচটি ২-১ গোলে হারে কার্লো আনচেলত্তির দল। ওই ম্যাচে দলকে সমতায় ফেরানো গোলটি করার পর রোনালদোর উদযাপনে বার্সেলোনা সমর্থকদের ‘চুপ করতে বলার’ ভঙ্গি ছিল।

লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস জানান, ওই উদযাপনের কারণে রোনালদোর শাস্তি হওয়া উচিত এবং সেটা জরিমানা থেকে নিষেধাজ্ঞা পর্যন্ত হতে পারে। এ বিষয়গুলো নিয়ে ‘কাজ’ শুরু করতে যাওয়ার কথাও জানান তিনি।

লা লিগা সভাপতি আরও জানান, গোল উদযাপন বা খেলোয়াড়দের কোনো আচরণ দর্শকদের সহিংসতার জন্য প্রলুব্ধ করে কিনা, সেটাও তারা গুরুত্ব দিয়ে দেখবেন। মাঠে কোনো সহিংসতা মেনে নেওয়া হবে না বলেও সবাইকে সতর্ক করে দেন তেবাস।