স্পেন দল থেকে ছিটকে গেলেন কস্তা 

পায়ের পেশির (হ্যামস্ট্রিং) চোটে পড়েছেন দিয়েগো কস্তা। ইউক্রেনের বিপক্ষে ২০১৬ সালের ইউরো বাছাই ও নেদারল্যান্ডসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে খেলতে পারবেন না স্পেনের এই স্ট্রাইকার। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 11:38 AM
Updated : 24 March 2015, 11:38 AM

মঙ্গলবার স্পেনের ফুটবল সংস্থা তাদের ওয়েবসাইটে আরও জানায়, চিকিৎসার জন্যে কস্তা চেলসিতে ফিরে যাবেন। 
 
গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে হাল সিটির বিপক্ষে ৩-২ ব্যবধানে জেতা ম্যাচে আহত হন চেলসি তারকা কস্তা। ম্যাচ শেষের ১৫ মিনিট বাকি থাকতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়। ওই ম্যাচে মৌসুমে নিজের ২০তম গোল করেন তিনি।
 
আগামী শুক্রবার ইউক্রেনের বিপক্ষে এবং ৩১ মার্চ আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের জন্য কস্তার বদলে মালাগার ২১ বছর বয়সী স্ট্রাইকার হুয়ানমিকে দলে নিয়েছেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বক্স। 
 
ব্রাজিলে জন্ম নেয়া কস্তা গত বছরে স্পেনের শেষ দুই ম্যাচেও খেলেননি।