ক্লাসিকো জয়ের পর ব্রাজিলের অনুশীলনে নেইমার

ক্লাবের ব্যস্ততার মাঝেই এবার আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামতে যাচ্ছেন নেইমার। রিয়াল মাদ্রিদকে রোমাঞ্চকর ক্লাসিকোতে হারানোর ২৪ ঘণ্টার মধ্যে ফ্রান্সে থাকা জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন ব্রাজিলের এই তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 07:59 AM
Updated : 24 March 2015, 07:59 AM

গত রোববার রাতে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ২-১ গোলে জেতে নেইমারের দল বার্সেলোনা। ওই জয়ে মাদ্রিদের দলটির চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গিয়ে লিগের শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করে শিরোপা সম্ভাবনাও উজ্জ্বল করেছে তারা।
 
ক্লাসিকোয় জ্বলে উঠতে না পারলেও ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে পাদপ্রদীপের আলোটা প্রত্যাশিতভাবে নেইমারকে ঘিরেই থাকবে।
 
১৯৯৮ সালের চ্যাম্পিয়নদের বিপক্ষে প্যারিসে আগামী বৃহস্পতিবার খেলবে ব্রাজিল। এরই মধ্যে ব্রাজিল দল ফ্রান্সে পৌঁছে গেছে। দেশের হয়ে ৬০ ম্যাচে ৪২ গোল করা নেইমার সতীর্থ চিয়াগো সিলভা, অস্কার, ফেলিপে লুইসদের সঙ্গে সোমবার অনুশীলন করেন।
 
গত বছর ঘরের মাঠে বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে ভরাডুবির পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছেও হারে ব্রাজিল। পরে বিশ্বকাপ শেষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ হিসেবে যোগ দেন দুঙ্গা।
 
দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব নেয়া দুঙ্গার অধীনে দুর্দান্ত ফর্মে আছে ব্রাজিল; ৬ ম্যাচের সবকটিতেই জিতেছে নেইমাররা।