পরিসংখ্যানে রিয়াল-বার্সা লড়াই

মৌসুমের দ্বিতীয় ক্লাসিকোর রোমাঞ্চকর লড়াই জন্ম দিয়েছে অনেক পরিসংখ্যানেরও। এমন কিছু সংখ্যায় রিয়াল-বার্সা লড়াই:

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 02:47 PM
Updated : 23 March 2015, 03:11 PM

১৩: একবিংশ শতাব্দীর শুরু থেকে হওয়া ক্লাসিকোয় সতীর্থের গোলে সর্বোচ্চ অবদান লিওনেল মেসির। সতীর্থদের দিয়ে ১৩টি গোল করান বার্সেলোনার এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

৫২.৩৬: রোববারের ক্লাসিকোয় বার্সেলোনা ৫২.৩৬ শতাংশ সময়ে বল নিজেদের দখলে রেখেছে, যা চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির সর্বনিম্ন।

১১: এই ম্যাচে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ফুটবলাররা ১১ বার কার্ড দেখেছেন। এই মৌসুমে সব আসর মিলিয়ে এক ম্যাচে দুই দলের ক্ষেত্রেই এটা সর্বোচ্চ কার্ড দেখার ঘটনা।

২: রিয়াল মাদ্রিদের বিপক্ষে এ পর্যন্ত খেলা দুই ম্যাচে লুইস সুয়ারেস একটি গোল করেছেন এবং সতীর্থের আরেকটি গোলে অবদান রাখেন।

১৮: সব আসর মিলিয়ে সর্বশেষ ১৮ ক্লাসিকোয় বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ কোনো দলই নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি।

১৫: ক্লাসিকোতে এটি ক্রিস্তিয়ানো রোনালদোর বর্তমান গোলসংখ্যা। রোববার বার্সেলোনার জালে এক গোল করে রিয়াল কিংবদন্তি রাউল গনসালেসের পাশে বসেন পর্তুগিজ ফরোয়ার্ড। ২১ গোল নিয়ে এ তালিকায় শীর্ষে আছেন বার্সেলোনার লিওনেল মেসি। মেসির পরে আছেন দি স্তেফানো (১৮টি)।

৩: লা লিগায় রিয়াল মাদ্রিদে বিপক্ষে খেলা গত চার ম্যাচের মধ্যে তিনটাতে গোল পেয়েছেন জেরেমি মাথিউ এবং সবগুলো গোলই হেড থেকে পেয়েছেন তিনি।

৩: সর্বশেষ ৭টি ক্লাসিকোর তিনটিতে গোল করেছেন রক্ষণভাগের খেলোয়াড়রা। বার্ত্রা, পেপে ও মাথিউ-গোলগুলো করেন।

১: এই ম্যাচে ক্যারিয়ার প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের বিপক্ষে অধিনায়কত্ব করেন বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা।