স্কুল হকিতে জয়পুরহাট খঞ্জনপুর বিদ্যালয় চ্যাম্পিয়ন

জাতীয় স্কুল হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাটের খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 01:52 PM
Updated : 23 March 2015, 03:03 PM

মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার ফাইনালে আরমানিটোলা স্কুলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এ আসরের চ্যাম্পিয়ন হয় জয়পুরহাটের খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়।
 
নবম মিনিটে শিহাবের গোলে এগিয়ে যায় আরমানিটোলা স্কুল। কিন্তু পরে আর নিজেদের ছন্দ ধরে রাখতে পারেনি পুরান ঢাকার দলটি। ৩৫তম মিনিটে ম্যাচে সমতা আনে জয়পুরহাটের ফাহিম ফয়সাল। আর ৪৪তম মিনিটে জয়সূচক গোলটি করেন মানিক উদ্দিন ফকির।
 
চ্যাম্পিয়ন জয়পুরহাটের খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় ৩ লাখ, রানার্সআপ আরমানিটোলা ২ লাখ ও তৃতীয় স্থান পাওয়া চট্টগ্রাম জেএমসেন স্কুল এক লাখ টাকা আর্থিক পুরস্কার পায়।
 
টুর্নামেন্ট সেরা গোলরক্ষক ও সেরা ফরোয়ার্ডের পুরস্কার পান যথাক্রমে আরমানিটোলার আরমান ও শিহাব। সেরা মিডফিল্ডার ও সেরা ডিফেন্ডারের পুরস্কার পান খঞ্জনপুর স্কুলের ইয়ামিন ও আশরাফুল। তারা প্রত্যেকেই কুড়ি হাজার করে অর্থপুরস্কার পান।