অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে চোখ ক্রুইফের

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ ২০১৬-এর মূল পর্বে খেলার আশা নিয়ে বাছাই পর্ব শুরুর কথা জানিয়েছেন লোডভিক ডি ক্রুইফ। ধাপে ধাপে উন্নতি করায় দল নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ ফুটবল দলের কোচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 01:43 PM
Updated : 23 March 2015, 01:43 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সোমবার সাংবাদিকদের ক্রুইফ বলেন, “আমাদের দলটি ধাপে ধাপে উন্নতি করছে। সবার কাছে অনুরোধ করব, তারা যেন আমাদের কাছে খুব বেশি প্রত্যাশা না করেন। তবে মূল পর্বে খেলার লক্ষ্য নিয়ে আমরা আসর শুরু করব।”
 
বাছাই পর্বে ‘ই’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, উজবেকিস্তান ও সিরিয়া। উজবেকিস্তান ও সিরিয়াকে একটু বেশি সমীহ করার কথা জানান ক্রুইফ। তবে ভারতকে ‘সম-মানের’ দল বলে জানান নেদারল্যান্ডসের এই কোচ।
 
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী শুক্রবার উদ্বোধনী ম্যাচে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচের জন্য চোট কাটিয়ে ফেরা হেমন্ত আর সোহেল প্রস্তুত বলেও জানান ক্রুইফ।
 
বাছাই পর্বের জন্য নেওয়া প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানান বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক রায়হান হাসান, “ভালো প্রস্তুতি নিয়েছি আমরা।”