তৃপ্তির ঢেকুর তুলতে নারাজ এনরিকে

আক্রমণভাগে মেসি-নেইমার-সুয়ারেসের দারুণ পারফরম্যান্সে বছরের শুরু থেকেই যেন উড়ছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে নিজেদের যাত্রাটাকে আরও বেগবান করল দলটি। তবে এখনই তৃপ্তির ঢেকুর তুলতে নারাজ কোচ লুইস এনরিকে। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 01:14 PM
Updated : 23 March 2015, 01:14 PM

রোববার রাতে ঘরের মাঠ কাম্প নউয়ে লা লিগার দ্বিতীয় পর্বের 'ক্লাসিকো'য় ২-১ গোলে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থানটাকে আরও দৃঢ় করেছে বার্সেলোনা। এই জয়ে রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেছে কাতালুনিয়া দলটি। 
 
২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৬৪। 
 
রিয়ালকে হারাতে পারলে লিগ শিরোপা পুনরুদ্ধার অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বলে ক্লাসিকোর আগের দিন নিজের অভিমত জানিয়েছিলেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে। 
 
দলটির কোচ এনরিকের মত অবশ্য ভিন্ন। শিরোপা জিততে বার্সেলোনার আরও অনেক দূর যেতে হবে বলে মনে করেন তিনি। তবে এখনকার শক্ত অবস্থানে স্বাভাবিকভাবেই অনেক খুশি তিনি।
 

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, "লিগে আমরা যেখানে থাকতে চাই, সেখানেই আছি।"  
রিয়ালকে হারাতে জয়সূচক গোল করা লুইস সুয়ারেসের উচ্ছ্বসিত প্রশংসা করেন এনরিকে। প্রথমার্ধে দলকে এগিয়ে দেওয়া জেরেমি মাথিউয়েরও প্রশংসা করেন স্প্যানিশ এই কোচ।  
নিজেদের মাঠে ১৯তম মিনিটে ফরাসি ডিফেন্ডার মাথিউয়ের হেডে বার্সেলোনা এগিয়ে গেলেও ১২ মিনিট পর ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে সমতায় ফেরে রিয়াল।
পরে দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলকে ফের এগিয়ে দেন সুয়ারেস। শেষ পর্যন্ত এই গোলেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।