ইন্ডিয়ান ওয়েলসে চ্যাম্পিয়ন জোকোভিচ, হালেপ

সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে হারিয়ে ইন্ডিয়ান ওয়েলসে টানা দ্বিতীয় শিরোপা জিতেছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 10:40 AM
Updated : 23 March 2015, 10:40 AM

আর সাবেক এক নম্বর ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে হারিয়ে মহিলা এককের শিরোপা জিতেছেন সিমোনা হালেপ। 
 
এই প্রতিযোগিতায় পুরুষ এককে ফেদেরারের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চতুর্থ শিরোপা জেতেন সার্বিয়ার জোকোভিচ। রোববার বিএনপি পারিবাস ওপেন নামে পরিচিত টুর্নামেন্টের ফাইনালে সাবেক এক নম্বর খেলোয়াড় ফেদেরারকে ৬-৩, ৬-৭ (৫), ৬-২ গেমে হারান জোকোভিচ। 
এর আগে ২০০৮, ২০১১ ও ২০১৪ সালে ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জেতেন জোকোভিচ।
 

ইন্ডিয়ান ওয়েলসে মহিলা এককের ফাইনালে সার্বিয়ার ইয়াঙ্কোভিচকে ২-৬, ৭-৫, ৬-৪ গেমে হারান বিশ্বের তিন নম্বর খেলোয়াড় হালেপ। রোমানিয়ার ২৩ বছর বয়সী এই খেলোয়াড়ের ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় শিরোপা।