বাংলাদেশ ফুটবল দলে জার্মান কোচ

জার্মানির সাবেক ফুটবলার ক্রিস্তিয়ান শোয়েচলারকে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের গোলরক্ষক কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2015, 02:59 PM
Updated : 11 March 2015, 02:59 PM

বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ-২০১৬ সালের বাছাইপর্বের জন্য শোয়েচলারকে নিয়োগ দেয়া হয়েছে। দায়িত্ব নিতে বৃহস্পতিবার ঢাকায় পা রাখবেন তিনি।

মার্চের শেষ সপ্তাহে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। উজবেকিস্তান, সিরিয়া, ভারত ও বাংলাদেশ-এই চার দল নিয়ে ২৭ মার্চ থেকে শুরু হবে বাছাইপর্বের খেলা।

৩৬ বছর বয়সী শোয়েচলার ২০০৯ সালে আল-মেরিখ এসসির গোলরক্ষক কোচের দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন।

২০১২-১৩ মেয়াদে লেবানন জাতীয় দলের গোলরক্ষক কোচের দায়িত্ব পালন করা শোয়েচলার সর্বশেষ সৌদি আরবের পেশাদার লিগের দল ইত্তেফাক এফসির গোলরক্ষক কোচ ছিলেন।