শেষ মুহূর্তের গোলে ম্যান ইউয়ের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে কোনোমতে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার রাতে অ্যাশলে ইয়ংয়ের একমাত্র গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে প্রতিযোগিতার সফলতম দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 11:22 PM
Updated : 4 March 2015, 11:22 PM

প্রতিপক্ষের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও অনেকটা সময় গোলবিহীন কাটলে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় লুইস ফন গালের দল। অবশেষে ৮৯তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার ইয়ং।
 
এই জয়ে ২৮ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে প্রতিযোগিতার সফলতম দলটি। 
 
দিনের অন্য ম্যাচে শীর্ষে থাকা চেলসি ১-০ গোলে হারায় ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে। ২৭ ম্যাচে জোসে মরিনিয়োর দলের পয়েন্ট ৬৩।
 
আর দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ২-০ গোলে হারায় লেস্টার সিটিকে। এই জয়ে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৮ ম্যাচে বেড়ে হয়েছে ৫৮।  
 
এছাড়া তৃতীয় স্থানে থাকা আর্সেনাল ২-১ গোলে হারায় কিউপিআরকে। আর্সেন ভেঙ্গারের দলের পয়েন্ট ৫৪। 
 
আর বার্নলিকে ২-০ গোলে হারিয়ে পঞ্চম স্থান ধরে রাখা লিভারপুলের পয়েন্ট ৫১।