বার্সার ফাইনালের পথে ভিয়ারিয়াল বাধা

সেমি-ফাইনালের প্রথম লেগে জিতে স্প্যানিশ কাপের শেষ ধাপে ওঠার পথে অনেকটাই এগিয়ে আছে বার্সেলোনা। তবে সম্প্রতি রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে আটকে দেওয়ার পর ভিয়ারিয়ালও বাড়তি আত্মবিশ্বাসও পাচ্ছে চমক দেখানোর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 05:46 PM
Updated : 3 March 2015, 05:52 PM

গত ১১ ফেব্রুয়ারি প্রথম লেগে বার্সেলোনা নিজেদের মাঠে ৩-১ ব্যবধানে জিতেছিল। তাই ফিরতি লেগে ২-০ গোলে জিতলেই অ্যাওয়ে গোলের সুবাদে ফাইনালে উঠে যাবে ভিয়ারিয়াল। তাছাড়া এবার ঘরের মাঠে খেলার সুবিধাও পাবে লা লিগার ষষ্ঠ স্থানে থাকা দলটি।

অন্যদিকে, এই ম্যাচ ড্র হলে কিংবা ১-০ বা ২-১ ব্যবধানে হারলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনালে উঠবে মেসিরা।

বুধবার বাংলাদেশ সময় রাত একটায় শেষ চারের ফিরতি লেগে মুখোমুখি হবে দল দুটি।

গত মাসে ১০ দিনের ব্যবধানে দুইবার বার্সেলোনার মাঠ থেকে হেরে আসে ভিয়ারিয়াল। প্রথমবার লিগে ৩-২ গোলে হারের পর কোপা দেল রের ওই হার। তাদের সামনে এবার তাই প্রতিশোধের পালা। তবে প্রতিশোধের স্বপ্ন সত্যি করতে ভিয়ারিয়ালকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।

টানা দুই ম্যাচে লুইস সুয়ারেসের দারুণ ফর্ম বার্সেলোনা ভক্তদের প্রত্যাশা বাড়িয়ে দিচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করার পর লিগে গ্রানাদার বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে একটি গোল করেন উরুগুয়ের এই তারকা।  

মৌসুমের শুরু থেকেই ভালো ফর্মে আছেন লিওনেল মেসি ও নেইমার। সঙ্গে সুয়ারেসও গোল করার ধারাবাহিকতা ধরে রাখলে আরও দুর্দম্য হয়ে উঠবে বার্সেলোনা।