টটেনহ্যামকে হারিয়ে লিগ কাপের শিরোপা চেলসির 

আট বছর পর আবারও লিগ কাপের শিরোপা জিতল চেলসি। ফাইনালে টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়েছে জোসে মরিনিয়োর দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 06:38 PM
Updated : 1 March 2015, 06:38 PM

শিরোপা নির্ধারণী ম্যাচে চেলসির প্রথম গোলটি করেন জন টেরি, দ্বিতীয়টি আত্মঘাতী।  
 
ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত ইংল্যান্ডের তৃতীয় গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় চেলসির এটা পঞ্চম শিরোপা। ২০০৬-০৭ মৌসুমে চতুর্থ শিরোপাটি জিতেছিল তারা। 
 
রোববার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ দিকে নিজেদের রক্ষণের ভুলেই প্রথম গোলটি খায় টটেনহ্যাম।
 
ডান দিক থেকে ব্রাজিলের মিডফিল্ডার উইলিয়ানের ফ্রি কিকে হেড করেছিলেন টনেনহ্যামের ইংলিশ ডিফেন্ডার ড্যানি রোজ। কিন্ত বল টটেনহ্যামের আরেক খেলোয়াড় হ্যারি কেইনের গায়ে লেগে টেরির কাছে চলে যায়। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি অভিজ্ঞ এই খেলোয়াড়।  
 
৫৬তম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। সেস ফাব্রেগাসের পাস পেয়ে বাঁ-দিকের দুরূহ কোণ থেকে শট নেন দিয়েগো কস্তা। তা রুখতে পা বাড়িয়ে দিয়েছিলেন টটেনহ্যামের ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকার, কিন্তু তার পায়ে লেগে দিক পাল্টে বল জালে ঢুকে যায়।  
 
শেষ ১০ মিনিটের অধিকাংশ সময় বল চেলসির ডি বক্সের আশে পাশে ছিল, বেশ কয়েকটা ভালো আক্রমণও করে টটেনহ্যাম। কিন্তু গোলের দেখা পায়নি তারা।