শেখ রাসেলের স্বপ্ন ভেঙে ফাইনালে শেখ জামাল

ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে শেষ ধাপে পৌঁছেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। শেখ রাসেলের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 03:17 PM
Updated : 1 March 2015, 03:17 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার প্রথম সেমি-ফাইনালে শেখ জামালের জয়ে দারুণ অবদান রাখেন নাসির উদ্দিন চৌধূরী ও এমেকা ডারলিংটন; দুজনেই একটি করে গোল করেন। আর শেখ রাসেলের হয়ে গোল পান জাহিদ হাসান এমিলি।

শিরোপাধারী শেখ জামালকে প্রথমার্ধেই চাপে ফেলে দেয় শেখ রাসেল। কিংসলে চিগুজিকে ডি বক্সের মধ্যে শেখ জামাল ডিফেন্ডার ইয়ামিন মুন্না ফাউল করলে পেনাল্টি পায় রাসেল। আর তা থেকেই গোল করে দলকে এগিয়ে দেন এমিলি। 

পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া শেখ জামাল সমতা ফেরায় ৬২তম মিনিটে। ওয়েডসেন আনসেলমের বাড়ানো বল থেকে শেখ রাসেলের গোলরক্ষককে পরাস্ত করেন নাসির।

আর শেষ মুহূর্তের গোলে শেখ জামালের ফাইনালে ওঠা নিশ্চিত করেন ডারলিংটন। এ গোলে দারুণ অবদান রাখেন ওয়েডসেন। তার নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান ডারলিংটন।