সান্ডারল্যান্ডকে হারিয়ে তিনে ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এই জয়ে আর্সেনালকে পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে গেছে লুইস ফন গালের দল। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2015, 05:20 PM
Updated : 28 Feb 2015, 05:20 PM

শনিবার নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের পক্ষে দুটি গোলই করেন ওয়েইন রুনি। 
 
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত ইউনাইটেড। কিন্তু বক্সের ভেতর থেকে রুনির শক্তিশালী হেড অল্পের জন্য বাঁ পাশের পোস্টের বাইরে দিয়ে চলে যায়। 
 
প্রথমার্ধে আরও বেশ কয়েকটি সুযোগ পায় স্বাগতিকরা। তবে আনহেল দি মারিয়া, মার্কোস রোহো, অ্যাশলি ইয়ং, আন্দের এর্রেরা ও রুনিরা সহজ সুযোগ থেকেও গোল করতে পারেননি। 
 
প্রথমার্ধে ইউনাইটেডকে গোলহীন রাখতে পারে সফরকারী সান্ডারল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে তাদের প্রতিরোধ ভাঙেন রুনিরা। 
 
৬৬তম মিনিটে প্রথম গোল পায় ইউনাইটেড। রাদামেল ফালকাওকে বক্সের মধ্যে ফেলে দেন জন ও'শেয়া আর ওয়েস ব্রাউন। পেনাল্টি পায় ইউনাইটেড, লক্ষ্য ভেদে ভুল করেননি রুনি।
 
এই ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সান্ডারল্যান্ডের ব্রাউনকে। একজন খেলোয়াড় কম নিয়ে খেলা সান্ডারল্যান্ড দ্বিতীয় গোল খায় ৮৪তম মিনিটে। 
 
আদনান ইয়ানুজাইয়ের বাড়ানো বল থেকে গোলটি করেন রুনি। 
 
এই জয়ে ২৭ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে গেল ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে চতুর্থ স্থানে এখন আর্সেনাল। তবে রোববার এভারটনের বিপক্ষে জিতলে আবার তৃতীয় স্থানে উঠে যাবে তারা। 
 
২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চেলসি আছে তালিকার শীর্ষে। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।