ইউরোপা লিগ থেকে বিদায় লিভারপুলের

টাইব্রেকারে হেরে ইউরোপা লিগের এবারের আসর থেকে বিদায় নিয়েছে লিভারপুল। দ্বিতীয় লেগে তুরস্কের দল বেসিকতাসের কাছে ৫-৪ গোলে হারে ব্রেন্ডন রজার্সের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2015, 08:14 AM
Updated : 27 Feb 2015, 08:14 AM

শেষ ৩২-এর প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে জিতেছিল লিভারপুল। বৃহস্পতিবার ফিরতি লেগে নিজেদের মাঠে ১-০ গোলের জয় পায় বেসিকতাস। দুই লেগ মিলিয়ে সমতা থাকায় শেষ ষোলোর টিকেটের লড়াইটা গড়ায় টাইব্রেকারে। লিভারপুলের দেয়ান লোভরেন টাইব্রেকারে লক্ষ্যভেদে ব্যর্থ হলে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির ইউরোপা থেকে বিদায় নেয়া নিশ্চিত হয়।

একই রাতে দারুণ জয় তুলে নিয়ে ইউরোপার শেষ ষোলোয় উঠেছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন সেভিয়া। বরুসিয়া মনসেনগ্ল্যাডবাখের মাঠ থেকে দ্বিতীয় লেগে ৩-২ গোলের জয় পেয়েছে স্পেনের দলটি। প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল তারা।

লিভারপুলের মতোই আসর থেকে ছিটকে গেছে ইংল্যান্ডের আগের দল টটেনহ্যাম। ফিওরেন্তিনার কাছে দ্বিতীয় লেগে ২-০ গোলে হেরেছে তারা। দুই লেগ মিলিয়ে ৩-১ অগ্রগামিতায় পরের পর্বে গেছে ইতালির দলটি।

শেষ ষোলো নিশ্চিত করেছে জেনিথ সেন্ট পিটার্সবুর্গ, আয়াক্স আমস্টারডাম, ইন্টার মিলান, ডায়নামো কিয়েভ, ভিয়ারিয়াল ও নাপোলি।