ম্যাচ শেষে আলোচনায় মেসি

জোড়া গোল করে লুইস সুয়ারেস বার্সেলোনাকে দারুণ এক জয় এনে দিয়ে আলোতে এলেও ম্যাচ শেষে আলোচনায় সেই লিওনেল মেসিই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2015, 06:08 AM
Updated : 25 Feb 2015, 06:11 AM

নতুন কোনো কীর্তির জন্য নয়, মেসিকে নিয়ে এবার বার্সেলোনা কোচ লুইস এনরিকেকে কথা বলতে হলো দলের সবচেয়ে বড় তারকা পেনাল্টি থেকে গোল করতে না পারায়।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বে লুইস সুয়ারেসের জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন সিটিকে ২-১ গোলে হারায় বার্সেলোনা। প্রথমার্ধেই জয়ের ভিত গড়ে দেন সুয়ারেস। উরুগুয়ের এই স্ট্রাইকার ১৬তম মিনিটে এগিয়ে দেন বার্সেলোনাকে। ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দুটো গোলেই ছিল মেসির ভালো অবদান।

স্পেনের লা লিগার ক্লাবটির পক্ষে এই প্রথম জোড়া গোল পেয়ে দারুণ খুশি সুয়ারেস। তবে দলের জয়টাকেই বড় করে দেখছেন তিনি।

“এই জয়টা আমাদের প্রাপ্য এবং এটা নিয়ে আমরা গর্ব করতে পারি। …এই ফল নিয়ে আমরা দারুণ খুশি।”

পেনাল্টি থেকে মেসির গোল করতে না পারা নিয়ে আলাদা করে বলতে হয় এনরিকেকে।

“যারা এগিয়ে আসার সাহস দেখায়, পেনাল্টি তাদেরই জন্য এবং লিও মেসি নি:সন্দেহে আমাদের পেনাল্টি নেওয়ার খেলোয়াড়।”