বার্সার সঙ্গে ব্যবধান বাড়াল রিয়াল

বার্সেলোনা হোঁচট খেলেও পথ হারায়নি রিয়াল মাদ্রিদ। এলচেকে হারিয়ে চির প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিয়েছে কার্লো আনচেলত্তির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2015, 02:57 AM
Updated : 23 Feb 2015, 06:23 AM

রোববার প্রতিপক্ষের মাঠ পাওয়া ২-০ গোলের জয়ে একটি করে গোল করেন ফিফা ব্যালন ডি’অর জয়ী রোনালদো ও স্ট্রাইকার বেনজেমা।

২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে রিয়াল। শনিবার কাম্প নউয়ে মালাগার কাছ ১-০ গোলে হেরে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ৫৬।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পরতো রিয়াল। শট বারে লাগলে হতাশ হতে হয় পর্তুগালের ফরোয়ার্ড রোনালদোকে।

অফসাইডের বিতর্কিত সিদ্ধান্তে বেনজেমার একটি গোল বাতিল হয়ে গেলেও ৫৬তম মিনিটে আবার জাল খুঁজে পান তিনি। সৌভাগ্যপ্রসুত এক গোলে দলকে এগিয়ে নেন বেনজেমা।

ডি বক্স থেকে রোনালদোর বাড়ানো বল বিপদমুক্ত করতে চেয়েছিলেন এলচের এক খেলোয়াড়। বল পা লাগিয়েছিলেনও তিনি। কিন্তু আগেই ডাইভ দেয়া গোলরক্ষকের গায়ে লেগে চলে যায় বেনজেমার কাছে। আলতো টোকায় ফাঁকা জালে বল পাঠান এই ফরাসি স্ট্রাইকার।

৭০তম মিনিটে বাঁদিক থেকে ইসকোর চমৎকার ক্রসে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।

ইসকোর ক্রস ঠেকানোর চেষ্টাও করতে পারেননি কেউ। আর লাফিয়ে উঠলেও রোনালদোর দারুণ হেড ঠেকাতে পারেননি এলচের গোলরক্ষক। এই গোলের সুবাদে রিয়ালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন রোনালদো।

দশবারের ইউরোপ সেরা রিয়ালের হয়ে রোনালদোর গোল এখন ২৯০টি। সর্বোচ্চ ৩২৩টি গোল করে সবার ওপরে আছেন রাউল গনসালেস।