মিলানের জয়, রোমার ড্র

ইতালির শীর্ষ লিগ সেরি আয় দুই ম্যাচ পর জয়ের পথে ফিরেছে এসি মিলান। তবে ড্রয়ের গণ্ডি থেকে বেরোতে পারেনি দ্বিতীয় স্থানে থাকা রোমা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2015, 04:58 PM
Updated : 22 Feb 2015, 05:40 PM

রোববার পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা চেজেনাকে ২-০ গোলে হারিয়েছে মিলান। ৮ ফেব্রুয়ারি ইউভেন্তুসের কাছে হারের পর গত সপ্তাহে এম্পোলির সঙ্গে ড্র করেছিল ইতালির ঐতিহ্যবাহী দল মিলান।

আর হেল্লাস ভেরোনার মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছে রাজধানীর দল রোমা। গত সপ্তাহে তারা পার্মার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।

এ দিন সান সিরোয় মিলানের পক্ষে গোল দুটি করেন ইতালির দুই খেলোয়াড় জিয়াকোমো বোনাভেনতুরা ও জিয়ামপাওলো পাজ্জিনি।

এই জয়ে ২৪ ম্যাচে মিলানের পয়েন্ট বেড়ে হলো ৩৩।

প্রতিপক্ষের মাঠে ২৬তম মিনিটে ইতালির স্ট্রাইকার ফ্রান্সেসকো তত্তির গোলে এগিয়ে গিয়েছিল রোমা। কিন্তু ৩৮তম গোলটি শোধ করে দেন সার্বিয়ার স্ট্রাইকার বোস্কো ইয়াঙ্কোভিচ।

এই ড্রয়ে দ্বিতীয় স্থানে থাকা রোমার পয়েন্ট ২৪ ম্যাচে বেড়ে হলো ৪৮।

সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা ইউভেন্তুসের পয়েন্ট ৫৭।