ইন্ডিয়ান ওপেনে সপ্তম সিদ্দিকুর

ইন্ডিয়ান ওপেনের তৃতীয় দিন পর্যন্ত শিরোপা লড়াইয়ে ভালোভাবেই ছিলেন সিদ্দিকুর রহমান। কিন্তু শেষ দিনে খেই হারিয়ে যৌথভাবে সপ্তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন বাংলাদেশের সেরা এই গলফার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2015, 12:08 PM
Updated : 22 Feb 2015, 02:08 PM

চার রাউন্ড মিলে পারের চেয়ে মোট ৫ শট কম খেলেন সিদ্দিকুর। তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ১০ শট কম খেলে দ্বিতীয় স্থানে ছিলেন বাংলাদেশের সেরা গলফার। আর প্রথম রাউন্ডে শীর্ষে ছিলেন তিনি।

তৃতীয় রাউন্ডে শীর্ষে থাকা ভারতের এস.এস.পি চৌরাশিয়া পারের চেয়ে মোট ১২ শট কম খেলেছিলেন।

তাই শেষ দিনে সিদ্দিকুর ও চৌরাশিয়ার মধ্যে দারুণ লড়াইয়ের সম্ভাবনা ছিল। কিন্তু তৃতীয় এশিয়ান ট্যুর শিরোপা জেতার ন্যূনতম সম্ভাবনাও জাগাতে পারলেন না ২০১৩ সালে নয়া দিল্লির এই গলফ ক্লাবেই চ্যাম্পিয়ন হওয়া সিদ্দিকুর।

রোববার চতুর্থ রাউন্ডে পারের চেয়ে মোট ৫ শট বেশি খেলেন সিদ্দিকুর। এদিন ৬টি বোগি (পারের চেয়ে এক শট বেশি) করার পর নিজের শেষ হোলে একমাত্র বার্ডিটি (পারের চেয়ে এক শট কম) করেন তিনি।

প্লে অফে স্বদেশি চৌরাশিয়াকে হারিয়ে শিরোপা জেতেন অনির্বান লাহিরি। চতুর্থ রাউন্ড শেষে দুই জনই পারের চেয়ে ৭ শট কম খেলে যৌথভাবে শীর্ষে ছিলেন।