নিষ্প্রভ মেসিকে দুষতে রাজি নন বার্সা কোচ

বছরের শুরু থেকে বার্সেলোনার দুর্দান্ত পথ চলায় বড় অবদান ছিল দারুণ ফর্মে থাকা লিওনেল মেসির। কিন্তু মালাগার কাছে হেরে যাওয়া ম্যাচে একরকম খুঁজেই পাওয়া যায়নি টানা চারবারের বর্ষসেরা তারকাকে। কোচ লুইস এনরিকে অবশ্য এই হারের জন্য কোনো এক খেলোয়াড়কে দুষতে রাজি নন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2015, 09:54 AM
Updated : 22 Feb 2015, 09:59 AM

সাম্প্রতিক সময়ে বিশেষ করে ঘরের মাঠে দারুণ খেলছিলেন মেসি। গত ১০ ম্যাচে কাম্প নউয়ে টানা চারবারের বর্ষসেরা খেলোয়াড় গোল করেন ১৭টি। কিন্তু মালাগার বিপক্ষে গোল করা তো দূরের কথা, পুরো মাঠেই অনুজ্জ্বল ছিলেন তিনি।

তবে এনরিকে এই হারের জন্য মেসির কোনো দোষ দেখছেন না।

"কোনো একজন খেলোয়াড়কে দোষারোপ করা ঠিক হবে না; বিশেষ করে হারের পর।"

নিজেদের মাঠ কাম্প নউয়ে শনিবার একমাত্র গোলে হারে বার্সেলোনা।

বার্সেলোনার ফুটবল কতটা মেসি-কেন্দ্রিক হয়ে উঠেছে, এই হারের মধ্যে দিয়ে সেটা আরেকবার প্রমাণ হলো। এই ম্যাচে জিতলে রিয়াল মাদ্রিদকে ছাড়িয়ে লিগের শীর্ষে ওঠার সুযোগ ছিল মেসি-নেইমারদের।

মালাগার বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, "দল প্রয়োজনীয় মান অনুযায়ী খেলতে পারেনি এবং এটাই কারণ।"

এই হারের পরও বার্সেলোনা দ্বিতীয় স্থান ধরে রেখেছে, তবে তাদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে রিয়াল। রোববার রাতে এলচেকে হারালেই ৪ পয়েন্টে এগিয়ে যাবে রোনালদোরা।

২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার পয়েন্ট ৫৬।