রিয়াল, বার্সার সঙ্গে ব্যবধান কমাল আতলেতিকো

আলমেরিয়াকে সহজেই হারিয়ে লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে ভালোভাবে টিকে রইলো আতলেতিকো মাদ্রিদ। দারুণ ফর্মে থাকা আন্তোনিও গ্রিজমানের জোড়া গোলে নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2015, 08:00 AM
Updated : 22 Feb 2015, 08:12 AM

শনিবার রাতে আতলেতিকোর অন্য গোলটি করেন আরেক স্ট্রাইকার মারিও মানজুকিচ। গ্রিজমানের গোল দুটিতেও ক্রোয়েশিয়ার এই খেলোয়াড়ের অবদান ছিল।

এই জয়ে পয়েন্ট তালিকার উপরের দুই দলের সঙ্গে ব্যবধান কমালো আতলেতিকো। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে দ্বিতীয় স্থানে। আর শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৭, তবে এক ম্যাচ কম খেলেছে তারা।

এ দিন ভিসেন্তে কালদেরনে প্রথম আধা ঘণ্টায় স্কোর ৩-০ করে জয় নিশ্চিত করে ফেলে আতলেতিকো।

দ্বাদশ মিনিটে আলমেরিয়ার আর্জেন্টাইন ডিফেন্ডার মাউরো দোস সান্তোস নিজেদের ডি বক্সে দিয়েগো গোদিনকে ফাউল করলে পেনাল্টি পায় আতলেতিকো। তা থেকেই দলকে এগিয়ে দেন মানুজকিচ।

এই মৌসুমে মানজুকিচের এটা ২০তম গোল।

পরে ৯ মিনিটের ব্যবধানে দুই গোল করেন গ্রিজমান। বিংশ মিনিটে ডি বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান তিনি। আর ২৯তম মিনিটে ছোট ডি বক্সের বাঁ দিক থেকে দলের তৃতীয় গোলটি করেন ফরাসি এই স্ট্রাইকার। এই মৌসুমে তার গোল হলো ১৭টি।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আতলেতিকোর ব্রাজিলিয়ান ডিফেন্ডার গিলেরমো সিকুয়েইরা।