পুঁচকে বার্নলির কাছে পয়েন্ট খোয়াল চেলসি

নিজেদের মাঠে পুঁচকে বার্নলির কাছে পয়েন্ট হারিয়েছে চেলসি। এগিয়ে গিয়েও অবনমন অঞ্চলে থাকা দলটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জোসে মরিনিয়োর দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2015, 05:45 PM
Updated : 21 Feb 2015, 05:51 PM

ড্র করলেও ইংলিশ প্রিমিয়ার লিগের তালিকায় শীর্ষেই থাকল চেলসি। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট হলো ‘ব্লুজ’ নামে পরিচিত দলটির। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকায় ১৮তম স্থানে রয়েছে বার্নলি।

স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার চতুর্দশ মিনিটে এগিয়ে যায় চেলসি। এডেন হ্যাজার্ডের কাছ থেকে পাওয়া বল পোস্টের খুব কাছাকাছি থেকে বার্নলির জালে জড়িয়ে দেন সার্বিয়ার ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচ। এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে বড় একটা ধাক্কা খায় চেলসি। ৭০তম মিনিটে নেমানিয়া মাতিচ লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় তারা।

৮১তম মিনিটে স্বাগতিক সমর্থকদের স্বস্তির হাসি কেড়ে নেয় বার্নলি। চেলসি গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করে দলকে সমতায় ফেরান বেন মি।

দিনের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে আর্সেনাল। ২৬ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকায় দুই ধাপ এগিয়ে আপাতত তৃতীয় স্থানে আছে আর্সেন ভেঙ্গারের দল।

আর সোয়ানসি সিটির কাছে হেরে যাওয়ায় ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।