ইন্ডিয়ান ওপেনের শিরোপা লড়াইয়ে সিদ্দিকুর

এশিয়ান ট্যুরের তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে হিরো ইন্ডিয়ান ওপেনে লড়ছেন সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ড শেষে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন বাংলাদেশের সেরা এই গলফার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2015, 11:54 AM
Updated : 21 Feb 2015, 11:54 AM

তিন রাউন্ড মিলে পারের চেয়ে মোট ১০ শট কম খেলেছেন সিদ্দিকুর। শীর্ষে থাকা ভারতের এস.এস.পি চৌরাশিয়া পারের চেয়ে মোট ১২ শট কম খেলেছেন।

২০১৩ সালে এই দিল্লি গলফ ক্লাবেই এশিয়ান ট্যুরের দ্বিতীয় শিরোপা জিতেছিলেন সিদ্দিকুর।

দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ৯ শট কম খেলে দ্বিতীয় স্থানেই ছিলেন সিদ্দিকুর। আর প্রথম রাউন্ডে যৌথভাবে শীর্ষে ছিলেন বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার। 

শনিবার দিল্লি গলফ ক্লাবে তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ১ শট কম খেলেন সিদ্দিকুর। এ দিন তিনটি বার্ডি (পারের চেয়ে এক শট কম) করলেও একটি ডাবল বোগিও (পারের চেয়ে দুই শট বেশি) করেন তিনি।