আগুয়েরোর জোড়া গোলে জয়ে ফিরল ম্যান সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে চার ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি। সের্হিও আগুয়েরোর জোড়া গোলে স্টোক সিটিকে ৪-১ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2015, 09:57 PM
Updated : 11 Feb 2015, 09:57 PM

বুধবার ম্যানচেস্টার সিটির অন্য গোল দুটি করেন জেমস মিলনার ও সামির নাসরি। স্টোকের একমাত্র গোলটি করেন পিটার ক্রাউচ।

লিগে গত চার ম্যাচের তিনটিতে ড্র করে মানুয়েল পেল্লেগ্রিনির দল। আর আর্সেনালের কাছে তো ২-০ গোলে হেরেই গিয়েছিল তারা।

এদিন প্রতিপক্ষের মাঠে ৩৩ মিনিটে মিলনারের পাসে ডান পায়ের শটে সিটিকে এগিয়ে দেন আগুয়েরো। তবে পাঁচ মিনিট পরেই হেডে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান ইংলিশ স্ট্রাইকার ক্রাউচ।

প্রথমার্ধ সমতায় শেষ হলেও বিরতির পর প্রতিপক্ষকে তেমন কোনো সুযোগই দেয়নি অতিথিরা। ২১ মিনিটের মধ্যে ৩ গোল করে জয় নিশ্চিত করে ফেলে তারা।

৫৫তম মিনিটে ফরাসি মিডফিল্ডার নাসরির ক্রসে হেড করে ফের দলকে এগিয়ে দেন মিলনার।

৭০তম মিনিটে স্টোকের যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার জিওফ ক্যামেরন ডি বক্সে দাভিদ সিলভাকে ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা। তা থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান আর্জেন্টিনার স্ট্রাইকার আগুয়েরো।

এই দুই গোলে লিগের গোলদাতাদের তালিকায় ১৭ গোল নিয়ে শীর্ষে থাকা দিয়েগো কস্তার পাশে উঠে এলেন আগুয়েরো।

আর ৭৬তম মিনিটে এদিন জেকোর পাস পেয়ে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে দলের চতুর্থ গোলটি করেন নাসরি।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৫ ম্যাচে বেড়ে হলো ৫২।

অন্য ম্যাচে এভারটনকে একমাত্র গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে চেলসি; ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ৫৯।

এছাড়া বার্নলিকে ৩-১ গোলে হারিয়ে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

অন্য ম্যাচে সাউথ্যাম্পটন ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। ফলে ৪৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে সাউথ্যাম্পটন।