বাহরাইন-সিঙ্গাপুর ড্রয়ে সেমিতে থাইল্যান্ড

বাইরাইন ও সিঙ্গাপুরের ম্যাচ ড্র হওয়ায় ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সেমি-ফাইনালে উঠেছে থাইল্যান্ড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 02:29 PM
Updated : 1 Feb 2015, 02:29 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য ড্র হয় বাহরাইন ও সিঙ্গাপুরের অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচটি।

গোল্ড কাপে খেলা ছয় দলের মধ্যে এএফসির র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা বাহরাইনকে ছেড়ে কথা বলেনি সিঙ্গাপুর। তবে গোলের সুযোগ বেশি তৈরি করে বাহরাইন কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারেনি তারা।

যোগ করা সময়ে গোলের দারুণ সুযোগ তৈরি করে র্যাঙ্কিংয়ে ১২তম স্থানে থাকা বাহরাইন দলের সালেহ আবদুল্লাহ। কিন্তু তার শট ফিরিয়ে দেয় সিঙ্গাপুরের এক ডিফেন্ডার। ফিরতি বলে আলি আল মালুদের নেয়া শটও জালে পৌঁছাতে দেননি সিঙ্গাপুরের রক্ষণভাগের আরেক খেলোয়াড়। তাতে গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচ।

নিজেদের প্রথম ম্যাচে ৩-২ গোলে সিঙ্গাপুরকে হারিয়েছিল থাইল্যান্ড। তিন পয়েন্ট নিয়ে গোল্ড কাপের শেষ চার নিশ্চিত হয়েছে তাদের। আর ড্রয়ের ফলে এক পয়েন্ট করে নিয়ে গোল পার্থক্যে তালিকায় দ্বিতীয় স্থানে আছে বাহরাইন।

দুই ম্যাচে একটি হার ও একটি ড্রয়ে এক পয়েন্ট নিয়ে তালিকায় সিঙ্গাপুর সবার নিচে থাকলেও সেমি-ফাইনালে ওঠার সুযোগ আছে তাদের সামনে। সেক্ষেত্রে আগামী মঙ্গলবারের ম্যাচে থাইল্যান্ডের কাছে বাহরাইন ১-০ গোলে হারলে শেষ চারের টিকেট পাবে সিঙ্গাপুর।