গণমাধ্যমে কথা বলতে ‘নারাজ’ মরিনিয়ো

ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ে ড্র করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি চেলসির কোচ জোসে মরিনিয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 08:37 AM
Updated : 1 Feb 2015, 08:37 AM

শনিবার রাতে ইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের লড়াইটি ১-১ গোলে ড্র হয়। কেউই না জেতায় সিটির থেকে ৫ পয়েন্ট এগিয়েই রইলো চেলসি।

২৩ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট ৫৩। বর্তমান চ্যাম্পিয়ন সিটির পয়েন্ট ৪৮।

চেলসির সহকারী কোচ স্টিভ হল্যান্ডও এ দিন ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আসেননি।

গত শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনও বাতিল করেন মরিনিয়ো।

চেলসির বিপক্ষে সিদ্ধান্ত দিতে রেফারিদের প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ তোলায় মরিনিয়োকে গত বুধবার ২৫ হাজার পাউন্ড জরিমানা করে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

আর গত সপ্তাহে লিভারপুলের মিডফিল্ডার এমরে কানকে পা দিয়ে মাড়ানোর জন্য চেলসির স্ট্রাইকার দিয়েগো কস্তাকে শুক্রবার ৩ ম্যাচ নিষিদ্ধ করে এফএ।