তিউনিশিয়াকে হারিয়ে সেমিতে বিষুবীয় গিনি

আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টার-ফাইনালে বড় অঘটন ঘটিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের ১১৮তম দল বিষুবীয় গিনি। র‌্যাঙ্কিংয়ের ২২তম দল তিউনিশিয়াকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 07:04 AM
Updated : 1 Feb 2015, 07:04 AM

দারুণ নাটকীয়তায় ভরা শেষ আটের অন্য ম্যাচে কঙ্গোকে (রিপাবলিক অব কঙ্গো) ৪-২ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে ডিআর কঙ্গো (ডেমোক্রোটিক রিপাবলিক অব কঙ্গো)।

তিউনিশিয়ার স্ট্রাইকার আহমেদ আকাইসির গোলে ৭০তম মিনিটে পিছিয়ে পড়েছিল বিষুবীয় গিনি। তবে ৯০তম মিনিটে ‘বিতর্কিত’ পেনাল্টি থেকে হাভিয়ের বালবোয়ার গোলে স্বাগতিকরা সমতায় ফিরলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়।

পরে ১০২তম মিনিটে ২৫ গজ দূর থেকে বালবোয়ার দারুণ ফ্রি-কিকে সেমি-ফাইনালে ওঠে টুর্নামেন্ট শুরুর দুই মাস আগে মরক্কোর জায়গায় স্বাগতিক হওয়া বিষুবীয় গিনি।

আর কঙ্গো ও ডিআর কঙ্গোর ম্যাচের ৬টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। সাত মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকার দেশ কঙ্গো। তবে বাকি সময়ে পরপর ৪ গোল করে অসাধারণ এক জয় নিশ্চিত করে মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গো।