ড্রয়েই শেষ চেলসি-ম্যান সিটি লড়াই

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার উপরে থাকা দুই দল, চেলসি ও ম্যানচেস্টার সিটির লড়াই আবারও সমতাতেই শেষ হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 07:39 PM
Updated : 31 Jan 2015, 07:40 PM

শনিবার রাতে চেলসির মাঠে হওয়া ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। লিগের প্রথম পর্বেও এই দুই দলের ম্যাচের স্কোর একই ছিল।

এদিকে লিগে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকলো সিটি। গত ১০ জানুয়ারি এভারটনের মাঠে ১-১ গোলে ড্র করার পরের সপ্তাহে আর্সেনালের কাছে ঘরের মাঠে ২-০ গোলে হেরে যায় তারা।

শনিবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও দুদলের কেউই নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। তবে প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে লড়াই জমে ওঠে।

৪১তম মিনিটে সার্বিয়ার ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের লম্বা পাস ধরে বাঁ দিক থেকে দারুণ ক্রস দেন এডেন হ্যাজার্ড। বেলজিয়ামের এই মিডফিল্ডারের ক্রসে ডান পায়ের শটে ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করেন স্বাগতিকদের ফরাসি স্ট্রাইকার লোইক রেমি।

এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চেলসি। তিন মিনিট পরেই সিটিকে সমতায় ফেরান দাভিদ সিলভা।

সিটির সমতাসূচক গোলটি দারুণ গোছানো এক আক্রমণের ফল। ডান দিক থেকে স্পেনের মিডফিল্ডার হেসুস নাভাসের ক্রস চেলসির গোলরক্ষক থিবো কর্তোয়া এক হাত দিয়ে ঠেকিয়ে দিলেও বল পেয়ে যান সের্হিও আগুয়েরো। কোনাকুনি শট নেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার, তাতে পা লাগিয়ে বল জালে জড়ান স্পেনের আরেক মিডফিল্ডার সিলভা।

বিরতির পর বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়ে ছিল সিটি। কয়েকটা ভালো আক্রমণও করে তারা, কিন্তু সাফল্য মেলেনি।

৭৭তম মিনিটে ব্রাজিলের মিডফিল্ডার ফের্নান্দোকে বসিয়ে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে মাঠে নামান সিটি কোচ মানুয়েল পেল্লেগ্রিনি।

গত সেপ্টেম্বরে ল্যাম্পার্ডের গোলেই ঘরের মাঠে চেলসির বিপক্ষে হার এড়িয়েছিল সিটি। তবে এবার আর পুরনো দলের জালে বল পাঠাতে পারেননি তিনি।

এই ড্রয়ের ফলে দুই দলের পয়েন্টের ব্যবধানও আগের মতোই রইলো। ২৩ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট ৫৩, আর সিটির পয়েন্ট ৪৮।

দিনের অন্য ম্যাচে লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে ২৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড।

এছাড়া ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারানো লিভারপুল ৩৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে।