ঘরের মাঠে ম্যানইউর সহজ জয়

ঘরের মাঠে দারুণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের তলানিতে থাকা লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছে লুইস ফন গালের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 05:37 PM
Updated : 31 Jan 2015, 05:55 PM

এই জয়ে ২৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড।

শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের দুই গোলদাতা হলেন রবিন ফন পের্সি ও রাদামেল ফালকাও। অন্য গোলটি আত্মঘাতী। লেস্টারের একমাত্র গোলটি মার্চিন ভাসিলেভস্কির।

শুরুতে এলোমেলো ফুটবল খেললেও ২৭তম মিনিটে ডান দিক থেকে রবিন ফন পের্সির দারুণ কোনাকুনি শটে এগিয়ে যায় স্বাগতিকরা।

নেদারল্যান্ডসের ডিফেন্ডার ডালে ব্লিন্ড মাঝ মাঠের একটু সামনে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে স্বদেশী স্ট্রাইকার ফন পের্সিকে পাস দিয়েছিলেন।

পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রাদামেল ফালকাও। তবে গোলটিতে বড় অবদান ছিল আনহেল দি মারিয়ার। বল পায়ে বাঁ দিক থেকে ক্ষিপ্র গতিতে ছুটে কোনাকুনি শট নিয়েছিলেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার, কিন্তু তার প্রচেষ্টা কোনোমতে ঠেকিয়ে দেন গোলরক্ষক। তবে দলকে বিপদমুক্ত করতে পারেননি তিনি, ছুটে এসে আলতো টোকায় বল গোললাইন পার করান কলম্বিয়ার স্ট্রাইকার ফালকাও।

৪৪তম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান ৩-০ হওয়ার পাশাপাশি ইউনাইটেডের জয়টাও মোটামুটি নিশ্চিত হয়ে যায়। কর্নারে ব্লিন্ডের করা হেড লক্ষ্যে না থাকলেও বল লেস্টারের ইংলিশ ডিফেন্ডার ওয়েস মর্গ্যানের মাথায় লেগে জালে জড়ায়।

৫৭তম মিনিটে ব্যবধান বাড়ানোর ভালো সুযোগ পেয়েছিলেন ফালকাও, কিন্তু শট নিতে দেরি করে ফেলেন তিনি।

৮০তম মিনিটে হেড করে বল জালে পাঠান লেস্টারের পোল্যান্ডের ডিফেন্ডার ভাসিলেভস্কি।

দিনের অন্য ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারানো লিভারপুল ৩৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে।