'শিক্ষা হয়েছে রোনালদোর'

লাল কার্ড দেখে আর দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর ভালোই শিক্ষা হয়েছে বলে মনে করেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 01:24 PM
Updated : 31 Jan 2015, 01:37 PM

করদোবার বিপক্ষে ম্যাচে এদিমারকে লাথি মেরে দুই ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনালদো।

শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচে খেলতে পারবেন না রোনালদো। এরপর আগামী সেভিয়ার বিপক্ষে আগামী ম্যাচেও খেলা হবে না তার।

আনচেলত্তির বিশ্বাস, মাঠের বাইরে থাকতে হওয়ায় রোনালদো তার ভুলটা বুঝতে পারবেন।

"সে একটা ভুল করেছে এবং এটা সে জানে। এটা আর হবে না।"

গত ২৪ জানুয়ারি লিগে করদোবার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে ৮২তম মিনিটে মেজাজ হারিয়ে এদিমারকে লাথি মেরে লাল কার্ড দেখেন রোনালদো। লাথি মারার পর ডান হাত দিয়ে আরেক খেলোয়াড় হোসে ক্রেসপোর মুখে আঘাতও করেন এবারের ফিফা ব্যালন ডিঅর জয়ী।

ম্যাচ শেষে ওই পাগলামির জন্যে ক্ষমা চাইলেও শাস্তি এড়াতে পারেননি রোনালদো।