শারাপোভাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা সেরেনার

মারিয়া শারাপোভাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেনে উইলিয়ামস পরিবারের ছোট মেয়ের এটা ষষ্ঠ শিরোপা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 11:41 AM
Updated : 31 Jan 2015, 12:19 PM

শনিবার মেলবোর্নে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই শারাপোভার বিপক্ষে ৬-৩, ৭-৬ গেমে জেতেন সেরেনা। রাশিয়ার তারকার বিপক্ষে সেরেনার এটি টানা ১৬তম জয়, যে ধারাটা শুরু হয়েছিল ২০০৪ সালে।

ম্যাচ শেষে সেরেনার হাতে ট্রফি তুলে দেন মার্তিনা নাভ্রাতিলোভা। গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের দিক থেকে এদিন মেয়েদের টেনিসের এই কিংবদন্তির সঙ্গে ক্রিস এভার্টকেও ছাড়িয়ে যান সেরেনা।

এবারের অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে ক্যারিয়ারে ১৯টি একক গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতেন যুক্তরাষ্ট্রের এই মেয়ে।

মেয়েদের এককে সেরেনার চেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জেতা খেলোয়াড় আছেন এখন শুধু দুজন; অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট জেতেন ২৪টি গ্র্যান্ড স্ল্যাম। আর জার্মানির স্টেফি গ্রাফ জেতেন ২২টি। তবে উন্মুক্ত যুগে মেয়েদের এককে সর্বোচ্চ শিরোপা জেতা খেলোয়াড় স্টেফিই।

স্বদেশি হেলেন উইলস মুডির সঙ্গে যৌথভাবে মেয়েদের এককে তৃতীয় সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড় এখন সেরেনা।