ভলফ্সবুর্গের কাছে মৌসুমে বায়ার্নের প্রথম হার

শীতকালীন দীর্ঘ বিরতির পর বুন্দেসলিগা শুরুর পরপরই মৌসুমে প্রথম হারের স্বাদ পেল শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ। পেপ গার্দিওয়ার দলকে ৪-১ গোলে হারিয়ে জার্মানির শীর্ষ লিগের শিরোপা লড়াইয়ে কিছুটা উত্তেজনা ফিরিয়ে আনলো দ্বিতীয় স্থানে থাকা ভলফ্সবুর্গ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 05:16 AM
Updated : 31 Jan 2015, 01:20 PM
নিজেদের মাঠে প্রথমার্ধে জোড়া গোল করে ভলফ্সবুর্গকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান ডাচ স্ট্রাইকার বাস ডোস্ট। আর বিরতির পর বেলজিয়ামের ফরোয়ার্ড কেভিন দে ব্রুইনের জোড়া গোলে জয় নিশ্চিত হয় ক্লাবটির। বায়ার্নের একমাত্র গোলটি দ্বিতীয়ার্ধে করেন স্পেনের ডিফেন্ডার হুয়ান বের্নাত।

এই মৌসুমের প্রথম অর্ধে মাত্র চারটি গোল খেয়েছিল বায়ার্ন মিউনিখ; এক ম্যাচেই তা দ্বিগুণ হয়ে গেল। আর বুন্দেসলিগায় বায়ার্ন সর্বশেষ হেরেছিল গত মৌসুমের এপ্রিলে অগসবুর্গের কাছে।

১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে বায়ার্নের চেয়ে এখন ৮ পয়েন্ট পিছিয়ে আছে ভলফ্সবুর্গ। শিরোপা জিততে এখনও নাটকীয় কিছু দেখাতে হবে তাদের।

ম্যাচের আগে এ মাসের শুরুতে গাড়ি দুর্ঘটনায় নিহত ভলফ্সবুর্গের খেলোয়াড় জুনিয়র মালান্দার প্রতি শ্রদ্ধা জানানো হয়।