তিন ম্যাচের জন্য নিষিদ্ধ কস্তা

দিয়েগো কস্তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। লিভারপুলের মিডফিল্ডার এমরে কানকে পা দিয়ে মাড়ানোর জন্য এই শাস্তি পেয়েছেন চেলসির স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2015, 01:47 PM
Updated : 30 Jan 2015, 04:35 PM

কস্তার নিষেধাজ্ঞার বিষয়টি শুক্রবার জানায় এফএ। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলে জন্ম নেয়া স্পেনের এই স্ট্রাইকার।

ঘটনাটি মঙ্গলবার লিগ কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বে লিভারপুলকে একমাত্র গোলে হারিয়ে চেলসির ফাইনালে ওঠা ম্যাচের।

ম্যাচটিতে দুবার প্রতিপক্ষ খেলোয়াড়কে পা দিয়ে মাড়ানোর অভিযোগ ওঠে কস্তার বিপক্ষে; একবার কানকে, আরেকবার মার্টিন স্কার্টেলকে।

এই দুটি ঘটনা ঘটানোর পর কস্তার লাল কার্ড প্রাপ্য ছিল বলে উল্লেখ করেছিলেন লিভারপুলের কোচ ব্রেন্ডন রজার্স। তবে চেলসি কোচ জোসে মরিনিয়ো বিষয় দুটিকে নিছক দুর্ঘটনা বলে উড়িয়ে দিতে চান।

কস্তা নিজেও ইচ্ছে করে কাউকে পা দিয়ে মাড়াননি বলে দাবি করেছিলেন। রেফারি বিষয়টি সেই সময়ে দেখেননি। পরে ভিডিওতে এমরেকে ম্যাচের দ্বাদশ মিনিটের সময় কস্তার মাড়ানোর বিষয়টি ধরা পড়ে।

চেলসির হয়ে এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচ খেলে ১৭ গোল করেন কস্তা।