গোল্ড কাপে থাইল্যান্ডের শুভসূচনা

বঙ্গবন্ধু গোল্ড কাপ জয় দিয়ে শুরু করল থাইল্যান্ড অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুর অনূর্ধ্ব-২৩ দলকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2015, 01:38 PM
Updated : 30 Jan 2015, 01:38 PM

সিলেট জেলা স্টেডিয়ামে শুক্রবারের খেলায় হারলেও থাইল্যান্ডের ঘাম ছুটিয়ে দেয় সিঙ্গাপুর। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর সমতায় ফেরে সিঙ্গাপুর কিন্তু শেষ রক্ষা করতে পারেনি তারা।

থাইল্যান্ডকে শুরুতে এগিয়ে দেন সেনসোমাইদ আদিসাক। কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।

গোছালো ফুটবল খেলা থাইল্যান্ড সিরিনাওঙ্গ চাইওয়াতের গোলে ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয়।

আক্রমণাত্মক ফুটবল খেলে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমায় সিঙ্গাপুর। ৪৯তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলে বক্সের মধ্যে পাওয়া বল জালে জড়িয়ে দেন ইকরাম ইয়াজিদ।

চার মিনিটের মধ্যে ২-২ গোলের সমতায় ফেরে ম্যাচ। বক্সের জটলার মধ্যে সতীর্থ এক ডিফেন্ডারের হেড ফেরালেও বল গ্লাভসে জমা করতে পারেননি থাইল্যান্ডের গোলরক্ষক। তার সামনে থাকা ফরোয়ার্ড তৌফিক সুপর্ন সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি।

৭৯তম মিনিটে অধিনায়ক পাকর্নের গোলে ফের এগিয়ে যায় থাইল্যান্ড। সতীর্থের কাছ থেকে বক্সের মধ্যে পাওয়া বল জোরালো শটে লক্ষ্যে পৌঁছে দেন তিনি। এ গোলটিই গোল্ড কাপে থাইল্যান্ডের শুভসূচনা নিশ্চিত করে।

রোববার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে সিঙ্গাপুর। আর মঙ্গলবার বাহরাইনের বিপক্ষে খেলবে থাইল্যান্ড। দুটি ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।