রোনালদোর আচরণের সমালোচনায় প্রতিপক্ষের কোচ

করদোবার এদিমারকে লাথি মারার ঘটনায় ক্রিস্তিয়ানো রোনালদোর সমালোচনা করেছেন ক্লাবটির কোচ মিরোস্লাভ জুকিচ। রিয়াল মাদ্রিদ তারকার ওই আচরণকে ‘কুৎসিত ও বেপরোয়া’ বলে উল্লেখ করেছেন সার্বিয়ার এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2015, 01:25 PM
Updated : 30 Jan 2015, 04:36 PM

গত শনিবার লিগে করদোবার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে ৮২তম মিনিটে মেজাজ হারিয়ে এদিমারকে লাথি মেরে লাল কার্ড দেখেন রোনালদো। লাথি মারার পর ডান হাত দিয়ে আরেক খেলোয়াড় হোসে ক্রেসপোর মুখে আঘাতও করেন এবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী।

ম্যাচ শেষে ওই পাগলামির জন্যে ক্ষমা চান রোনালদো; তবে শাস্তি এড়াতে পারেননি। তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করে লিগ কর্তৃপক্ষ।

সেল্তা ভিগোর মাঠে লিগ ম্যাচ খেলতে যাওয়ার আগে রোনালদোর সমালোচনায় জুকিচ বলেন, “তার এটা করা উচিত হয়নি কারণ এটা বিশ্বের সেরা খেলোয়াড়ের আদর্শ (আচরণ) নয়।”

ওই ম্যাচের প্রায় পুরোটা সময় জুড়েই একরম অনুজ্জ্বল ছিলেন রোনালদো। ম্যাচও তখন ১-১ সমতায় চলছিল। তাই গোল না পাওয়ার হতাশাতেই হয়তো অমন কাণ্ড ঘটান বলে মনে করেন করদোবা কোচ।