জয়ের নায়ক নেইমারকে নিয়ে উচ্ছ্বাস

আতলেতিকোকে পেছনে ফেলে স্প্যানিশ কাপের সেমি-ফাইনালে উঠে দারুণ খুশি লুইস এনরিকে। কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বে দলের জয়ের কারিগর নেইমারকে প্রশংসায় ভাসিয়েছেন বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 03:13 PM
Updated : 29 Jan 2015, 03:13 PM

বুধবার কোপা দেল রের শেষ আটের দ্বিতীয় পর্বে ৩-২ গোলের জয়ের হাসিতে মাঠ ছাড়ে বার্সেলোনা। দুই পর্ব মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে কোপা দেল রের সেমি-ফাইনালে ওঠে এনরিকের দল।

ম্যাচ শেষে এনরিকে নিজের আনন্দ আর চেপে রাখতে পারেননি।

“দলের পারফরম্যান্সের সবকিছুই পছন্দ হয়েছে আমার। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর তারা যেভাবে সাড়া দিয়েছে, সেটাও।

ম্যাচের প্রথম মিনিটেই ১-০ গোলে পিছিয়ে পড়ার পর নেইমার বার্সেলোনাকে খেলায় ফেরান। আরও একবার পিছিয়ে পড়ার পর মিরান্দার আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সেলোনা। এরপর নেইমার জয়সূচক গোলটি করেন।

ম্যাচ শেষে নেইমারকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন এনরিকে।

“সে একজন সাহসী খেলোয়াড়। সে আমাদের জন্য অনেক করে। সে গোল করে এবং ব্যক্তি নৈপুণ্যের ঝলক দেখায়।”

এ ম্যাচের জোড়া গোল নিয়ে এই মৌসুমে নেইমার বার্সেলোনার হয়ে ২৫ ম্যাচ খেলে ২১ গোল করলেন। এর মধ্যে স্পেনের লা লিগায় করেন ১৪ গোল।