নেইমারের ‘বাজে অঙ্গভঙ্গিতে’ আপত্তি আতলেতিকো অধিনায়কের

বার্সেলোনার জয়ের নায়ক নেইমারের সমালোচনা করেছেন গাবি ফের্নান্দেস। জিততে থাকলে বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড কুৎসিত অঙ্গভঙ্গি করেন বলে দাবি করেন আতলেতিকো মাদ্রিদের অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 02:21 PM
Updated : 29 Jan 2015, 02:51 PM

বুধবার রাতে স্প্যানিশ কাপের কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরে যায় আতলেতিকো। দুই পর্ব মিলিয়ে ৪-২ গোলে জিতে কোপা দেল রের সেমি-ফাইনালে ওঠে বার্সেলোনা।

ম্যাচটিতে প্রথমার্ধ শেষে ড্রেসিংরুমে যাওয়ার সময় টানেলের মধ্যে ঝামেলা ঘটিয়ে হলুদ কার্ড দেখেন গাবি। আগেও একটি হলুদ কার্ড ছিল তার। দুই হলুদ পাওয়ায় লাল কার্ড দেখার কারণে আর মাঠে নামতে পারেননি তিনি।

ম্যাচ শেষে টানেলের ঝামেলা নিয়ে একটি টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় নেইমারকে নিয়েও কথা বলেন গাবি।

“কেউই হারতে পছন্দ করে না। কিন্তু আমরা এখন জানি, সে (নেইমার) বিশেষ করে জিততে থাকলে বাজে অঙ্গভঙ্গি করে।”

আর টানেলে রেফারির সঙ্গে আতলেতিকোর পক্ষে পেনাল্টির একটি সিদ্ধান্ত না দেওয়া নিয়ে কথা বলতে গিয়েই নাকি লাল কার্ড দেখেছেন বলে দাবি করেন গাবি। রেফারির দৃঢ় ভাবে ম্যাচ পরিচালনা নিয়ে ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।